শর্ত ও নিয়মাবলী

* আক্ষরিক সংশােধনের আবেদনের শর্তসমূহ নিম্নরূপ


১। নিজ/পিতা/মাতার নামের কোন অংশে এমন অক্ষর সংযোজন/বিয়োজন করা যাতে নামের উচ্চারন পরিবর্তন হয় না।
উদাহরণ: Zillur Jillur
Shahidul - Shohidul/ Sohidul
২। নিজ/পিতা/মাতার নামের (Md, Mst, Mosa) কে পূর্ণ রূপ করা অথবা পূর্ণরূপ (Mohammad, Mosammat) কে সংক্ষেপ করা যাবে।
৩। নামের কোন অংশে ডট (.) / হাইফেন (-) থাকলে বাদ দেয়া যাবে।
৪। নিজ/পিতা/মাতার নামের বিভিন্ন অংশ একসাথে করা অথবা অংশ বিশেষকে ভাগ করা। তবে এতে নামের পরিবর্তন গ্রহণযোগ্য হবে না।
উদাহরণ: KAMRUNNAHAR থেকে KAMRUN NAHAR
৫। আবেদনকারীর নিজ, পিতা ও মাতার নামের সাথে উপনাম ও পেশাগত পদবী যেমন : Mr Miss Mrs, Late, Dr. Engineer, Advocate, Barristar, Professor, Principal, Mawlana, Moulvi, Haji, Kari. Sree ইত্যাদি শব্দ থাকলে বাদ দেয়া যাবে।
৬। নিজ/পিতা /মাতার নামের সাথে Md/Mohammad / Mst / Most/Mosammat আক্ষরিক সংশোধনে মাধ্যমে সংযোজন/ বাদ দেয়া যাবে।
৭। নিজ/ পিতা/মাতার নামে রেকর্ডপত্রে বিদ্যমান কোন অক্ষর পরিবর্তন বা সংযোজন /বিয়োজন করলে নামের উচ্চারণ পরিবর্তন হলে সেটি আক্ষরিক সংশোধন হবেনা।
৮। নিজ/ পিতা/মাতার নামে বিদ্যমান কোন অক্ষর পরিবর্তন বা সংযোজন /বিয়োজনের জন্য অনলাইনে আবেদনের সময় ছবি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট/ নম্বরফর্দ ও সনদের স্ক্যান কপি, জন্মনিবন্ধন সনদ, পিইসি সনদের এবং নিজ/পিতা/মাতার জাতীয় পরিচয় পত্র/পাসপোর্টের ফটোকপি প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে।
৯। আক্ষরিক সংশোধনের আবেদনের জন্য এফিডেভিট ও পত্রিকায় বিজ্ঞপ্তির প্রয়োজন নেই।
১০। উল্লিখিত শর্ত মোতাবেক আবেদন করা না হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল বলে গণ্য হবে।
১১। আবেদনকারী জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট সকল পরীক্ষার তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। তবে আলাদাভাবে এসএসসি পরীক্ষার তথ্য সংশোধনের জন্য জেএসসি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং এইচএসসি পরীক্ষার তথ্য সংশোধনের জন্য এসএসসি সংশোধনের ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।
১২। বোর্ড থেকে আক্ষরিক সংশোধনের আবেদন অনুমোদনের SMS প্রাপ্তির পর আবেদনকারী বোর্ডের ওয়েবসাইট থেকে চিঠি প্রিন্ট করে যথানিয়মে অনলাইনে প্রতি ডকুমেন্টর জন্য ৪৫০.০০ হারে ফি দিয়ে ফ্রেশ কপির আবেদন করতে হবে।
১৩।আক্ষরিক সংশোধন ফি প্রতি পরীক্ষার জন্য ৫০০.০০ টাকা।


হটলাইন
০৯৬১১৯৯১১৮৮ ( সকাল ৯:৩০ - ৬:৩০ )

যোগাযোগ করুন।